Header Ads

বল টেম্পারিং নিয়ে শনিবার বলবেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক :
 কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের মূল পরিকল্পনাকারী মনে করা হচ্ছে ডেভিড ওয়ার্নারকে। বলা হচ্ছে, পরিকল্পনাটা আসলে তারই মস্তিষ্কপ্রসূত। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তেও বেরিয়ে এসেছে, ওয়ার্নারই তরুণ ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটকে নির্দেশনা দেন, শিরীষ কাগজ দিয়ে কীভাবে বলের একটা পাশ রুক্ষ করতে হবে।

কলঙ্কিত এই ঘটনায় অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর দুজকেই এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফট নয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন। জোহানেসবার্গ টেস্টের আগের দিন ড্যারেন লেম্যান ঘোষণা দিয়েছেন, অস্ট্রেলিয়ার কোচ হিসেবে এটিই তার শেষ টেস্ট।

বৃহস্পতিবার দেশে ফিরে আলাদা সংবাদ সম্মেলনে বল টেম্পারিংয়ের ঘটনায় ক্ষমা চেয়েছেন স্মিথ ও ব্যানক্রফট। সিডনির সংবাদ সম্মেলনে স্মিথ তো বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। স্মিথের সেই কান্না দেখেই কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেম্যান। স্মিথ-ব্যানক্রফটের আগে ক্ষমা চেয়েছেন ওয়ার্নারও। বাঁহাতি ওপেনার ক্ষমা চাওয়ার জন্য বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে।


স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বৃহস্পতিবার রাতে সিডনি বিমানবন্দরে পৌঁছান ওয়ার্নার। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, স্মিথ ও ওয়ার্নার আলাদাভাবে দেশে ফিরেছেন, ওয়ার্নার শনিবার সংবাদ সম্মেলনে কথা বলবেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবর, নিউ সাউথ ওয়েলসের অফিসে হবে এই সংবাদ সম্মেলন।

বৃহস্পতিবার রাতে সিডনি বিমানবন্দরে পৌঁছার পরই ওয়ার্নারকে ঘিরে ধরেছিলেন সংবাদিকরা। এ সময় ওয়ার্নার শুধু বলেছেন, ‘আপনারা বুঝতে পারছেন, এটি আমার স্ত্রী ও সন্তানদের জন্য কঠিন, আবেগী এক সময়। এই মুহূর্তে আমার অগ্রাধিকার এই শিশুদের বিছানায় দেওয়া এবং বিশ্রাম নিয়ে আমার মন পরিষ্কার করা। আমি কয়েকদিনের মধ্যেই আপনাদের সামনে কথা বলব।’

সেই দিনটা হচ্ছে শনিবার। সংবাদ সম্মেলনে ওয়ার্নার বল টেম্পারিং নিয়ে কী বলেন, সেটাই এখন শোনার অপেক্ষা। 

Blogger দ্বারা পরিচালিত.