পটুয়াখালীর দুই উপজেলার ৭ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় এতদিন এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কলাপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ৫২ হাজার ৩৭ ভোট এবং দুমকি উপজেলার ২টি ইউনিয়নে ১৩ হাজার ১শ’ ৭৬ ভোট।
এদিকে, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন এবং তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কলাপাড়ার উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ওই কেন্দ্রে ভোটারদের ছিল উপচেপড়া ভীড়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এসব ভোটাররা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলাপাড়ার কোথাও কোন গোলোযোগের খবর পাওয়া য়ায়নি।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে রয়েছে RAB কোস্টগার্ড ও পুলিশ বাহিনীর ভ্রাম্যমাণ টিম।
উল্লেখ্য যে ভোট গ্রহন শেষ,এখন গননা চলছে।

