Header Ads

এবার কে হবে শাকিব খানের নতুন নায়িকা?


 ছবি-সংগৃহীত

বেশ কিছু দিন ধরে নিয়ে শোবিজে গুঞ্জন চলছিল। কারণ শাকিবের সিনেমা মানেই বড় বাজেট, ব্যাপক আয়োজন। বুধবার শাকিব খানের পরবর্তী সিনেমাশাহেনশাহ’-এর মহরত অনুষ্ঠিত হয়। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দুজন নায়িকা থাকবেন বলে ঘোষণা দেয়া হয়েছে। এরই মধ্যে নুসরাত ফারিয়ার নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু অন্য নায়িকার নাম চমক হিসেবে রেখেছেন এর নির্মাতা। অন্য আরেকজন নায়িকা কে? বিষয়ে এই চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলেও সঠিক উত্তর পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, জান্নাতুল এভ্রিল রোদেলা জান্নাতের নাম। এখন এই দুজনের মধ্যে কে থাকছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়িকা রোদেলা জান্নাত। শাপলামিডিয়া প্রযোজিত সিনেমায় শাকিব খান নুসরাত ফারিয়া চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজি

TMNEWS24

Blogger দ্বারা পরিচালিত.