আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা: নারী-শিশুসহ নিহত ১৫
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। প্রাদেশিক সরকারের মুখপাত্র আজিজ আহমাদ আজিজি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে আজিজি জানান, স্থানীয় সময় আজ (৮ সেপ্টেম্বর, শনিবার) সকাল ৬টার দিকে একটি দূরপাল্লার বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

