Header Ads

পটুয়াখালীতে র‌্যাব ৮ এর উদ্যোগে মহাসড়কে নিরাপত্তা জোরদার।


পটুয়াখালী র‌্যাব ক্যাম্প কর্তৃক মহা সড়কে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং চেকপোষ্ট স্থাপণ।
                                             পটুয়াখালী প্রতিনিধি।       

 র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারক চক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ও শান্তি শৃংখলা বজায় রাখার উদ্দেশ্যে র‌্যাবের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে মহা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চেকপোষ্ট কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবহিকতায় ২৩ আগস্ট ২০১৮ তারিখে ০৯.০০ ঘটিকা হইতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল পটুয়াখালী জেলার সদর থানাধীন পটুয়াখালী টু বরিশাল রুটে পুরাতন বিমান বন্দর সংলগ্ন রাস্তায় চেকপোষ্ট স্থাপণ করা হয়। উক্ত চেকপোষ্ট গাড়ীর রোড পারমিট, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স চেকের মাধ্যমে মহা সড়কে যানবাহন দূর্ঘটনা রোধকল্পে র‌্যাবের কার্যক্রম চলমান থাকবে।

এদিকে এই অভিযান কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।


Blogger দ্বারা পরিচালিত.