 |
| TMNews24. |
আজ শহরের বিভিন্ন পয়েন্টে গুরে দেখা যায় মোটরসাইকেল বাস মিনিবাস ও ট্রাক সব গাড়ির কাগজ পত্র চেক করছেন ট্রাফিক সার্জেন্টরা এসময় তাদের সাথে বিভিন্ন স্কুলের স্কাউটের ছাত্রবৃন্ধ উপস্হিত
পটুয়াখালী প্রতিনিধি লোকমান মৃধা
চলমান সাতদিনের অভিযানে জেলা ট্রফিক অফিস জানায় যে মামলার সংখ্যা ১৪৬৯, এবং রেজিস্টাশন না থাকায় বিভিন্ন উপজেলায় আটক রয়েছে অগনিত মোটরসাইকেল। তাই এদিকে পটুয়াখালী বি,আর,টি,এ,অফিসে দেখা যায় উপছে পড়া মানুষের ভিড়। বি,আর,টি,এ,কর্তৃপক্ষ জানায় যে চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে আমাদের কাজের চাপ বেড়েছে। তবে ড্রাইভিং লাইসেন্স নিতে আসা মানুষি বেশি রয়েছে। আমরা তাদের শতভাগ সেবা দেয়ার চেষ্টা করছি। তারা আরো বলেন যে আমরা রাত আটটা থেকে নয়টা পর্যন্ত কাজ করে যাচ্ছি। এদিকে বরিশাল কুয়াকাটা মহাসড়কে এখনো দেখা যায় নসিমন করিমন ভটভটি এই সমস্ত গাড়ির কাগজ পত্র কিছুই নেই। আসছে ঈদুল আযহায় এই সড়কে থাকবে নারীর টানে ঘরে ফেরা মানুষের ভিড়। পাশাপাশি কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটনের ভিড়তো থাকছেই। তাই এ সড়কটি ঈদের আগে নিরাপদ হয়ে উঠবে এমনটি প্রত্যাশা করেন এই অভিযানে অংশ গ্রহনকারি স্কাউটের ছাত্রবৃন্ধ|