মিরপুরে সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইনে আগুন, দগ্ধ ৩
![]() |
| নিজস্ব প্রতিবেদক TMNews24.. |
ফায়ার সার্ভিস মিরপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল আরেফিন বলেন, মিরপুরে ১১ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ৩ নম্বর রোডের ৪নং বাড়ির নিচ তলায় সিকিউরিটির গার্ডরুমে পরিবার নিয়ে থাকেন বাড়ির কেয়ারটেকার মানিক মিয়া।
মঙ্গলবার রাত ১২টার দিকে মানিক মিয়া সিগারেট ধরাতে দিয়াশলাই ঠুকা দিতেই জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। আগুনে তারা তিনজন দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

