Header Ads

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জেলেদের মধ্যে সংঘর্ষ।

tmnews24
রাঙ্গাবালী প্রতিনিধি ওমরসানি:

রাঙ্গাবালীতে জেলেদের মধ্যে সংঘর্ষ।
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার প্রস্তাবিত মৌডুবী ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে মাছ ধরা নিয়ে জেলেদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।ঘটনা স্থান পরিদর্শন করে জানা যায়, মাছ ধরা নিয়ে ট্রলার মালিক রফিক ও নৌকা মালিক শুকুর মিয়ার মধ্যে নদীতে বসে তর্ক -বিতর্ক হয় এবং শুকুর মিয়াকে মারে রফিক গ্রুপ।এতে দু গ্রুপিই ক্ষুব্দ হয়ে পরে। পরে রাত আনুমানিক ১২টার সময় যখন দুগ্রুপ নদী থেকে ঘাটে ফিরে আসে তখন পুরোনো সুত্র ধরে তাদের মধ্যে মারামারি  শুরু হয়।পরে তাদের ডাক-চিৎকার শুনে এলাকার মানুষজন  এসে তাদেরকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারামারির ফলে ট্রলার মালিক রফিক ও নৌকা মালিক শুকুর মিয়া গুরুতর আহত হয়। সুত্রে জানা যায়, ট্রলার মালিক রফিকের সাথে ছিল শাকিল, রবি ও তাওহিদ। এবং নৌকা মালিক শুকুর মিয়ার সাথে ছিল রুমান। এ বিষয়ে রাঙ্গাবালী  থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা জানান, থানায় এখনো কোনো অভিযোগ আসেনি।
Blogger দ্বারা পরিচালিত.