Header Ads

আজ কলাপাড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন

কলাপাড়া প্রতিনিধি: TMNews24
আজ কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে বিকাল চারটা পর্যন্ত। উপজেলার পাঁচটি ইউনিয়নে ২০জন চেয়ারম্যান, ৪৫টি সাধারন আসনের বিপরীতে ১৫৪জন এবং সংরক্ষিত ১৫টি আসনের বিপরীতে ৪৪ জন নারী প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছে। এরমধ্যে আওয়ামী লীগের রয়েছে ৫জন, বিএনপির রয়েছে ৫জন, জাতীয় পার্টির ১জন, ইসলামী আন্দোলনের ৫জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৪জন।

এসব নির্বাচনী এলাকার ডাবলুগঞ্জ ইউনিয়নে ৪হাজার ১৮৩জন পুরুষ ৪হাজার ৩জন নারী, মিঠাগঞ্জ ইউনিয়নে ৪হাজার ৩৫২জন পুরুষ ৪হাজার ৩০৫জন নারী, বালিয়াতলী ইউনিয়নে ৬হাজার ৫১জন পুরুষ ৬হাজার ১৫০জন নারী, ধানখালী ইউনিয়নে ৬হাজার ১২৫জন পুরুষ ৬হাজার ১৪৩জন নারী এবং চম্পাপুর ইউনিয়নে ৫হাজার ৩৫৫জন পুরুষ ৫হাজার ৩৭০ জন নারী ভোটার রয়েছে। নিার্বচন অফিস সূত্রে জানা যায়, এসব নির্বাচনী এলাকার ৪৫টি ভোট কেন্দ্রের ১৭০টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোট গ্রহনের জন্য বুধবার সকাল থেকে এসব ভোটকেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট, ব্যালটবক্স, সিলসহ প্রয়োজনীয় উপকরন পাঠানো হয়েছে। ভোট গ্রহনের জন্য নিয়োজিত রয়েছেন ৪৫জন প্রিজাইডিং অফিসার, ১৭০জন সহকারী প্রিজাডিং অফিসার ৩৪০ জন পোলিং অফিসার। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুষ্ঠ ভোট গ্রহন সম্পন্ন করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একজন নির্বাহী মেজিস্ট্রেটের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং নারী পুরুষ আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও জুডিশিয়াল মেজিস্ট্রেট এর সাথে স্ট্রাকিংস ফোর্স হিসাবে মাঠে থাকছে বিজিবি ্যাব।


উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, সুষ্ঠু শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যত ধরনের ব্যবস্থা তা নেয়া হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার সুযোগ নেই। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে কোন ধরনের অনিয়ম করার সুযোগ নেই। সন্ত্রাসী যেই হোকনা কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
Blogger দ্বারা পরিচালিত.