Header Ads

স্ত্রীর দাফন হলেও বাকি রয়েছেন স্বামী

TMNews24
TMNews24
নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আখতারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া নয়টায় রাজশাহী মহনগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের মাঠে তার জানাজা হয়। পরে মহানগরীর গোরহাঙ্গা কবরস্থান মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
এদিকে আখতারা বেগমের স্বামী নজরুল ইসলামের মরদেহ এখনও শনাক্ত হয়নি। তার মরদেহ এখনও ঢাকায় রয়েছে। মরদেহ শনাক্ত হওয়ার পর একই কবরস্থানে নজরুল ইসলামের দাফন হবে বলে স্বজনেরা জানিয়েছেন।
এর আগে আখতারা বেগমের মরদেহ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হয়। পরে সকালে তার মরদেহ উপশহর ক্রীড়া সংঘের মাঠে পৌঁছায়।
আখতারা বেগমের জানাজায় অংশ নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, আখতারার মেয়ের জামাই এ্যাডভোকেট ইমরান আলীসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। 
উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে নিহত হন ৫১ জন। তাদের মধ্যে ২৬ বাংলাদেশি। ময়নাতদন্ত সাপেক্ষে এদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট তিন মরদেহ শনাক্ত করারও প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ওই দুর্ঘটনায় দুই দম্পতিসহ রাজশাহীর পাঁচজন নিহত হন। এদের মধ্যে নগরীর শিরোইল মহল্লার দম্পতি হাসান ইমাম ও বিলকিস বানুর মরদেহ ঢাকার রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.