রাঙ্গাবালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রাঙ্গাবালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে পটুয়াখালী জেলা রাঙ্গালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষি গ্রামে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, রবিবার বেলা ১টার সময় চরলক্ষি গ্রামের মো.নান্নান প্যাদার ছেলে মো:নাহিদ (২) পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় নাহিদ পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে গলাচিপা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

