Header Ads

পরিচালক রাজের রানি হলেন শুভশ্রী

পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গুঞ্জন নয়। এক্কেবারে গরম খবর। আর খবর যে পাকা, তা জানিয়েছেন খোদ পরিচালক রাজ।

টলিউড সূত্রের খবর অনুযায়ী আংটি বদলের সঙ্গেই মঙ্গলবার রাত সাড়ে নয়টায় রেজিস্ট্রি হয়েছে রাজ-শুভশ্রীর।

নিজেদের নতুন জীবনে পাড়ি দেওয়ার কথা একই সঙ্গে জানিয়েছেন এই নবদম্পতি। বিরুষ্কার মতই টুইটারে নিজেদের আংটি বদলের ছবি পোস্ট করেছেন রাজ-শুভশ্রী।

সম্পর্কের অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ তাঁরা দুজনে একসঙ্গে, একফ্রেমে, একই জীবনে। সিনেমার মতই নায়িকা বদল করে গঙ্গোপাধ্যায় পরিবারের মেয়েকে নিজের রানি করে নিয়েছেন টলিউডের এই নামজাদা পরিচালক।

শুভশ্রীকে ‌‘চিরদিনি তুমি যে আমার’ টুইট করে রাজ লিখেছেন, ‘সব মতভেদের পর...আজ আমরা একে অপরকে বেছে নিলাম জীবনের বাকিটা পথ একসঙ্গে হাঁটব। সবার আশীর্বাদ এবং ভালবাসা কামনা করি।

শুভশ্রীর টুইট না দিয়ে থাকেননি। তিনি টুইটে জানান , ‘আমি আমার প্রেমগাথাকে ভালবাসি... জানি এটা খুব অগোছালো, কিন্তু এটাই সেই গল্প যা আমাদের এক করল।
Blogger দ্বারা পরিচালিত.