Header Ads

ঝাটকার ইন্দ্রজালে গোটা ম। স বিভাগ। কমছে না ঝাটকা পাচার। রুপালী ইলিশ রক্ষায় চলতি মৌসুমের শুরুতে পটুয়াখালী


জলিলুর রহমান সোহেল
পটুয়াখালী জেলা পটুয়াখালী

ঝাটকার ইন্দ্রজালে গোটা মৎস বিভাগ। কমছে না ঝাটকা পাচার। রুপালী ইলিশ রক্ষায় চলতি মৌসুমের শুরুতে পটুয়াখালী
মৎস বিভাগ সহ-প্রশাসনে বিভিন্ন বিভাগের অভিযানে ঝাটকা পাচার বন্ধ হলেও বর্তমানে সক্রিয়। মৎস বিভাগের জনবল সংকট না থাকলেও এ ইস্যুতে আরাল করতে চাইছে নিজেদের এটা আজ ভাবার বিষয়। বর্তমানে পাচার কারিরা কৌশল গত কারনে ঢাকা গামী যাত্রীবাহি  বাসগুল ঝাটকা পাচারের জন্য ব্যবহার করছে। এরই ধারাবাহিকতায়গত ২৭/০১/১৮ ইং তারিখ পটুয়াখালী কুয়াকাটা টু ঢাকা
গামী যাত্রীবাহি বিলাস বহুল বাস গুল ঝাটকা পাচার করছে মর্মে স্থানীয় সুত্রে জানা যায়। তথ্যটি যানার পরপর পটুয়াখালী জেলা  মৎস কর্মকর্তাকে ফোন দেয়া হয়। ফোনটি না তুল্লে দুমকি উপজেলার মৎস কর্মকর্তাকে ফোন
দিলে তাকে পাওয়া যায়। বিস্তারিত তথ্য তাকে জানালে তিনি জানান সে আসতে পারবেনা। তাকে অনুরোধ করলে ফিল্ড অফিসারের মোবাইল নম্বর দিয়ে তার সাথে কথা বলার পরামর্শ প্রদান করেন। তার পরামর্শ অনুযায়ি ফিল্ড অফিসাকে ফোন দিলে আসতে পারবেনা বলে সাফ জানান।গোটা পটুয়াখালী মৎস বিভাগের বর্তমান এ পরিস্থিতি বিচার করতে গিয়ে সরেজমিন  প্রতিবেদনে বিভিন্ন সুত্রে জানাজায় পাচার কারিরা সর্ব মহলকে ম্যানেজ করেই দাপটের সাথে ঝাটকা পাচার করছেন। বাস মালিকরা ঝাটকা পাচারে সাথে জড়িত হওয়াতে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়। পটুয়াখালীর দুর্নীতি বাজ মৎস কর্মকর্তাদে খুজেবের করা আজ সময়ের দাবি বলেও সাধারন জনগন প্রতিবেদক'কে জানান। তাছাড়া অনুসন্ধানে আরো জানাজায় পাচার কারিরা মৎস কর্মকর্তা সহ প্রশাসনে বিভিন্ন মহলে সাপ্তাহিক ও মাসিক মাসোয়ারা দিয়ে থাকেন। রাষ্ট্র যন্ত্রের উচ্চ পর্যায়ে হস্থ্যক্ষেপ ছাড়া পচার কারিদের ইন্দ্রজাল থেকে বেড়িয়ে আশাটা মোটেও সম্বব নয় বলেও সুত্র জানায়।
Blogger দ্বারা পরিচালিত.