Header Ads

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করায় বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্ প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদককে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করায় মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষেভ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার দুপুরে মির্জাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষেভ সমাবেশ করে। এসময় আগামী ২৪ ঘন্টার মধ্যে এ বহিস্কারাদেশ প্রত্যাহার না করা হলে মির্জাগঞ্জকে অচল করে দেয়ার হুমকি দেয় তারা।উল্লেখ্য রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক রাকিব মৃধাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের শাখা কমিটি স্থগিত, উপজেলার ২নং মির্জাগজ্ঞ ইউনিয়ন, ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন, ৪নং সুবিদখালী ইউনিয়ন, ৫নং কাড়াবুনিয়া ইউনিয়ন ও ৬নং মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। টাকার বিনিময়ে অছাত্র, বিবাহিত এমনকি সাবেক ছাত্রদল নেতাদের সভাপতি করে ইউনিয়ন কমিটি অনুমোদন দেয়ার অভিযোগ উঠেছে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এর জের ধরে গত বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। 
Blogger দ্বারা পরিচালিত.