আমার সহকর্মী ও অনলাইন নিউজ পোর্টাল, টিভি এবং রেডিও এর সম্পাদক-প্রকাশকগনের দৃষ্টি আকর্ষন করছি......
আপনারা জানেন সারাদেশের সাড়া জাগানো অনলাইন নিউজ পোর্টাল, টিভি ও রেডিও এর অভিভাবক আপনাদের প্রান প্রিয় দেশের সর্ববৃহৎ সংগঠন “বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)” ২০১২ সাল থেকে অত্যান্ত জোরালোভাবে অনলাইন নিউজ পোর্টলগুলো বিনামূল্যে নিবন্ধন, সরকারী সুযোগ-সুবিধা আধায়সহ আরো বিভিন্ন ধরনের দায়-দাবী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে বর্তমান সরকার কালক্ষেপনের মাধ্যমে ২০১৫ সালে “জাতীয় অনলাইন নীতিমালা ২০১৫ এর খসড়া অনুমোদন দেয়। পরবর্তীতে আবারো কালক্ষেপনের মাধ্যমে বনপা’র জোরালো ভূমিকায় ২০১৭ সালের ১৯শে জুন মন্ত্রীপরিষদের বৈঠকে অনুমোদন দিয়ে ৪ই জুলাই সেটাকে গেটেজ করা হয়। তারপর “ জাতীয় অনলাইন কমিশন” এর ব্যাপারে ব্যাপক আলাপ-আলোচনার পর সরকার এখন বলছে অনলাইন কমিশন হবে না। “জাতীয় সম্প্রচার কমিশন” হবে, সেখানে অনলাইনের সুবিধা-অসুবিধাগুলো দেখার জন্য একটা বিভাগ থাকবে এবং ঐ কমিশন এ অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধন দিবে। তাও আমরা মেনে নিলাম। কিন্তু আজ পর্যন্ত “জাতীয় সম্প্রচার কমিশনের কোন খোজ খবর মিলে নাই। কাদের সুবিধার্থে কাদের কে নিয়ে ঐ কমিশন গঠিত হবে, তাও সরকার কিছু বলছে না।
নিউজ পোর্টালগুলো নিবন্ধনের আশ্বাসে তদন্তের নামে প্রায় দুই বছর কেটে গেল, এখনো নাকি স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ে কোন প্রতিবেদন জমা হয় নাই। তার মানে সরকার আমাদেরকে বোকা বানাচ্ছে আর কালক্ষেপন করে যাচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। বর্তমানে অনলাইন গণমাধ্যম শুধু বাংলাদেশে নয় সারাবিশ্বে একটি জনপ্রিয় গনমাধ্যম হয়ে দাড়িয়েছে।
আপনাদের নিজের পকেটের টাকা দিয়ে আর কতদিন চালাবেন? দেশের সকল মিডিয়া যেভাবে সরকারী সুযোগ-সুবিধা পায় তেমনী অনলাইন গনমাধ্যম বিশ্বব্যাপী একটি জনপ্রিয় গণমাধ্যম হিসেবে অনেক বেশী সুযোগ-সুবিধা পাওয়ার কথা। কিন্তু আজ আমরা নিজের পকেট কেটে কেটে চালাতে গিয়ে অনেক নিউজ পোর্টাল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
আমরা বলেছি দেশের এই জনপ্রিয় গণমাধ্যম’কে শিল্প হিসেবে ঘোষনা করার জন্য, কিন্তু সরকার দেব দিচ্ছি বলে কালক্ষেপন করছে।
মূলত বর্তমানে অনলাইন গণমাধ্যম নিবন্ধন পক্রিয়া অত্যান্ত হুমকি ও ঝুঁকির মুখে রয়েছে।
আসুন আমরা যে যেখানে থাকি সারা বাংলাদেশ এক সাথে আওয়াজ করলে অনলাইন গণমাধ্যম’কে বাঁচানো সম্ভব হবে। মনে রাখবেন এই দেশে আন্দোলন করা ছাড়া কখনো দাবী আদায় হয় নাই আর জোর করে নেওয়া ছাড়া কেউ আপনাকে ইচ্ছে করে দেয় নাই।
আসুন সবাই একত্রিত হয়। বাংলাদেশের অনলাইন গনমাধ্যম’কে আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরি। অনলাইনের নিবন্ধনের জন্য মাঠে নামি। তা নাহলে সরকার আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে কালক্ষেপন করতেই থাকবে।
এ এইচ এম তারেক চৌধুরী
সাধারন সম্পাদক
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)
সংগঠনের সাথে সংযুক্ত হওয়ার জন্য যোগাযোগ করুনঃ 02-9573171, 01677-219880
- কেন্দ্রীয় কার্যালয়ঃ ৫৩, মডার্ন ম্যানশন (১৫ তলা), মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
