মামুন /পটুয়াখালীঃ
পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী গ্রামের মৃতঃআফেল উদ্দিন হাওলাদার এর পুত্র মোহাম্মদ ইউনুছ প্রায় ১৮ বছর আগে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান কে ভালোবেসে এবং তার আদর্শ বাংলার বুকে বিশেষকরে পটুয়াখালী জেলার সর্বত্র যেন পৌছাতে পারে এবং এদেশ যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা হতে পারে সেই নিমিত্তে ও লক্ষে জিবনের সম্বল ওয়ারিশ সুত্রে পাওয়া জমিটুকু বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর নামে দান করে দিয়েছিলেন গরিব দিন মজুর মোহাম্মদ ইউনুছ।
কিন্তু তার এ ত্যাগ বিফলে যাচ্ছে তার দানকৃত জমিটুকু জোরপুর্বক ভোগদখল করছে স্থানিয় কিছু স্বাধীনতা বিরোধী,শেখ মুজিবের আদর্শ বিরোধী কিছু ব্যাক্তি।তারা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর নামে দানকৃত জায়গায় গড়ে তুলেছে ব্যবসা প্রতিষ্ঠান।
জানাযায়,ইউনুছ ৮/৯/১৯৯৮সালে পটুয়াখালীর উক্ত স্থানের সি,এন,বি বাজারে ১৭৩১নং দাগের ১কাঠা১০গন্ডা(৫শতাংশ)জমি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ র নামে লিখিত ভাবে দান করেন,কিছুদিন পর উক্ত স্থানে কতিপয় প্রভাবশালী ব্যাক্তি, যারা সরকারি ও বিরোধী দলিয় রাজনিতির সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িত,তারা ব্যক্তিগত ব্যবসাকেন্দ্র হিসেবে উক্ত দান কৃত জায়গা ব্যবহার করছে।
শরোজমিনে গেলে জানা যায় বর্তমান ইউপি সদস্য মোঃ সেরাজ হাং ও জমি দাতা মোহাম্মদ ইউনুছ সম্প্রকে চাচাতো ভাই।তারই সুযগে একই স্থানে জমি থাকায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর নামে লিখিত ভাবে দানকৃত জমি জোরপূর্বক ভাবে নিজের নাম করে বিক্রয় করেন উক্ত সময়ের বিএনপির মনোনিত চ্যায়ারমেন মোঃ বশির সিকদার এর নিকট ।
বর্তমানে ইউপি সদস্য মোঃ সেরাজ সুধু বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর নামে দানকৃত জমিইনা এরকমের আরো জমি বিক্রয় করেছেন হিসাব কশলে পাওয়া যায় তার ওয়ারশ সুত্রে এবং নিজে ক্রয় করা সম্পতি যোগকরে যাহয় তারচেয়ে বিক্রয়ের পরিমান বেশি ।
এবিষয় তার সাথে যোগাযগ করিলে ইউপি সদস্য মোঃ সেরাজ হাং প্রতিবেদককে রাগন্ত্রিত কন্ঠে বলেন আমি ও ইনুজ চাচাতো ভাই আমি কোথায় কিভাবে জমি পাবো বা দিবো তা আমাদের বিষয় আপনারা যা পারেন করেন।
দাতা মোহাম্মদ ইউনুছ প্রতিবেদকে জানায় জমির উপর বঙ্গবন্ধুর স্মৃতি কে ধারন করা হবে,কিন্তু বাস্তবে দেখছেন,স্বাধীনতা বিরোধী,বঙ্গবন্ধুর আদর্শ বিরোধীরা জমির উপর ব্যবসা করে খাচ্ছে,আরো আশ্চর্যজনক কথা বর্তমানে বঙ্গবন্ধুর আদর্শে গড়া সরকার থাকলেও কারো কোনো মাথা ব্যাথা নেই ।আমি বর্তমানে সাবেক চ্যায়ারমেনর নির্মিত ভবনের জমিটুকু যা ১৭৩১ দাগের ১ কাঠা ১০গন্ডা(৫শতাংশ)জমি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ র নামে লিখিত ভাবে দান করেছি কিন্তু আমার বয়স বেশি ও আমার কোন জোয়ান ছেলে নাই আর্থিক দিক থেকও দূর্বল লেবারী ও দিনমজুর খেটেঁ কোনরকম দিন কাটে তাই ওদের সাথে পেরে উঠিনা।
দাতা মোহাম্মদ ইউনুছ ও এলাকা বাশি দাবি করেন বর্তমান সরকার বঙ্গবন্ধুর আদর্শে গড়া সরকার তাই সরকার ও মাননিয় প্রধান মন্ত্রী জাতির জনকের সুয্যোগ্য কন্যা মুক্তিযুদ্বর সপক্ষের বাংলাদেশের সফল রাষ্ট নায়ক দেশও নেত্রী বেগম শেখ হাসিনা এ বিষয়টি নিজে দেখেন ।
আরও তথ্য নিয়ে আসছি সাথে থাকুন…………
