পটুয়াখালী সদর থানার এএসআই ওয়াসিম দ্বিতীয়বার সাহসিকতায় পুরস্কার পেলেন।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল

পটুয়াখালী প্রতিনিধি : TMNews24

পটুয়াখালী সদর থানার চৌকশ পুলিশ কর্মকর্তা এএসআই ওয়াসিমের সাহসিকতার জন্য জেলা পুলিশ সুপার তাকে পুরস্কৃত করেছেন। ১১ আগষ্ট জেলার মাসিক অপরাধ সভায় পুরস্কার স্বরূপ ৫ হাজার টাকা তার হাতে তুলে দেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। এ সময় এএসআই ওয়াসিমের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সি প্রসংশা করেন এসপি। এএসআই ওয়াসিম পুলিশের জন্য এক অনন্য দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত ১৩ জুলাই বিকেলে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের সামনে পটুয়াখালী জেলাধীন কলাপাড়া কোর্ট পুলিশের আসামী স্কট পার্টির উপর সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে হাজতি আসামী ছিনতাই করার চেষ্টা করে। ওই রাস্তা দিয়ে মোটরসাাইকেল করে এএসআই ওয়াসিম যাওয়ার সময় ঘটনা দেখতে পেয়ে ডিউটি বাইরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিভিল ড্রেসে সহকর্মীদের উপর হামলার ঘটনা দেখে ঝাঁপিয়ে পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে ১ জন হামলাকারী চাপাতিসহ ও হাজতি আসামীকে ধরে ফেলেন সাহসী পুলিশ কর্মকর্তা এএসআই মোঃ ওয়াসিম। এ ঘটনায় ১ জন পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হয় এবং পটুয়াখালী সদর থানায় আসামীদের বিরুদ্ধে মামলা রুজু হয়।
এদিকে সাংবাদিকেরা এএ চাই অসীমের কাছে জিজ্ঞেস করা হয় যে দ্বিতীয়বারের মতো পুরস্কার কে কেমন লাগছে প্রশ্নের জবাবে তিনি বলেন যেদিন থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছি সেদিন থেকে আমি মনে করি জনগনের জানমাল রক্ষা করায়
পুলিশের দায়িত্ব  আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি জীবন চলে যায় কোন দুঃখ নেই তিনি আরো বলেন  যেকোনো কাজের বিনিময় যদি তাকে পুরস্কৃত করা হয় সেখান কার না ভালো লাগে তবে আমি সবসময় আমার সিনিয়র অফিসারদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি।

news ↦↦



moni washim facebook