পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীতে গোয়েন্দা ও Rab পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১০৬২ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হলো শহরের টাউন বহাল গাছিয়ার মৃত আব্দুল খালেক মাতবরের ছেলে সুমন মাতবর(৩২),বাউফল উপজেলার দাসপাড়া এলাকার মনজু মিয়ার ছেলে মোঃ আবু তাহের (২০) এবং একই এলাকার দুলাল আকনের ছেলে সাইদুল আকন (২৮)।
পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ওসি খন্দাকার জাকির হোসেন মিডিয়ার সামনে বলেন রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নবাবপাড়া এলাকার আল আমিন নামে একটি খাবার হোটেল থেকে সুমন মাতবরকে এক হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা গোয়েন্দা শাখার ওসিকে প্রশ্ন করেন যে মাদক বিরুদ্ধি অভিযানে সাধারন মানুষ আতংকিত হচ্ছে কিনা। তিনি জানান সাধারন মানুষের আতংকিত হওয়ার কিছু নেই। তিনি আরো বলেন যে সরকার ও ডি, আই,জি মহাদয়ের নিদেশ অনুযায় জেলার আইন শৃঙ্খলাবাহিনীর সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এদিকে
পটুয়াখালী Rab-৮‘র কোম্পানী কমান্ডার হাছান আলী জানান, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে Rabএকটি দল বাউফলের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইদুল আকনকে ২০ কেজি গাঁজাসহ আটক করে। ওই রাতেরই একই এলাকায় ৬২ পিচ ইয়াবাসহ আবু তাহেরকে আটক করা হয়।
