| প্রতিনিধি মোঃ লোকমান মৃধা। |
পটুয়াখালীর সবুজবাগ এলাকায় আইনজীবীর কার্যালয় থেকে ৮০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক মহরি।
৭ই মে সোমবার রাত ১০:৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিওিতে শহরে সবুজবাগএলাকায় এ্যাডঃ হুমায়ূন কবিরের কার্যালয়এস আই জাফরুল ওএস আই জাকির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে এ্যাডঃ হূমায়ন কবিরের মহরি বিধান চন্দ্র দাসের কাছ থেকে ৮০১ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।তবে ঘটনাস্থলে এলাকাবাসীর দাবি বিধান বহুদিন যাবত আইনজীবির ছএ ছায়ায় থেকে ও মহরির সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিলো। এবং ঐ এলাকার পরিবেশ নষ্ট করে দিয়েছে।এলাকাবাসী ডিবি এই মাদক বিরুদ্ধে অভিযানকে স্বাগত জানিয়েছেন। তবে গোয়েন্দা কার্যালয় মিডিয়াকর্মিদের সাক্ষাত কালে অফিসার ইনচার্য খন্দকার জাকির হোসেন বলেন পটুয়াখালী প্রতিনিধি মোঃ লোকমান মৃধা।
