Header Ads

টাইগার শ্রফ পারেননি, পেরেছেন দিশা

বলিউডের প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রী রাষ্টপতির নাম জানবেন না তাকি হয়? এমনই ঘটনা ঘটিয়েছেন ‘বাঘি’ মুভির নায়ক টাইগার শ্রফ। এর আগে আলিয়া ভাট এই একই কাণ্ডই ঘটিয়েছিলেন। ২০১৪ সালে ‌‘কফি উইথ করণ’-এ গিয়ে দেশের রাষ্ট্রপতির নাম বলতে পারেননি তিনি।

সম্প্রতি ABP-কে দেওয়া একা সাক্ষাৎকারে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে দেশের রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হয়। তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। উত্তর দিতে গিয়ে ‘মিঃ মুখার্জি?’ বলে মন্তব্য করেন। অর্থাৎ তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথা বলতে চাইছিলেন তা বোঝা গেল।

তবে দুঃখের বিষয় প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি। তবে টাইগার শ্রফের রিউমার গার্লফ্রেন্ড দিশা পাটনি অবশ্য সঠিক জবাব দেন।

জানান, বর্তমান রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ। টাইগার শ্রফের এই সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হতেই টুইটারে ট্রোলড হল টাইগার। সাবার কথা, এতবড় একজন প্রখ্যাত নায়ক দেশের রাষ্টপতির নাম জানেন না। এটা কীভাবে মানা যায়।.TMNews24....

Blogger দ্বারা পরিচালিত.