অক্সফোর্ড-কেমব্রিজের নৌকা বাইচ প্রতিযোগিতা, শেষ হাসি কার?
বিশ্বের শীর্ষস্থানীয় দুই বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড আর কেমব্রিজের নাম কে না জানে। তবে যুক্তরাজ্যের দুই মহান বিদ্যাপীঠের মধ্যকার প্রতিদ্বন্দ্বীতা হয়তো অনেকেরই অজানা। যে কোনো বিষয় নিয়েই তাদের মধ্যে চলে হাড্ডাহাডি লড়াই। ক্রীড়া জগতও এর বাইরে নয়।
গতকাল লন্ডনের টেম্স নদীতে হয়ে গেল অক্সফোর্ড-কেমব্রিজের নৌকা বাইচ প্রতিযোগিতা। তাতে নারী-পুরুষ উভয় বিভাগে শেষ হাসি হেসেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
১৯৯৯ সালের পর এবারই প্রথম অক্সফোর্ডকে হারিয়ে দিয়েছে কেমব্রিজের মেয়েরা। মেয়েদের পর ছেলেরাও তাদের শিরোপা ধরে রেখেছে। একই বছর বিশ্ববিদ্যালটির উভয় দলের চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা এবারই প্রথম।
![]() |
| প্রতিযোগিতা দেখতে টেম্স নদীতে মানুষের ঢল [ছবি: ডেইলি মিরর] |
কেমব্রিজ দলের প্রধান
কোচ স্টিভ
ট্র্যাম্পসমোর তার প্রতিক্রিয়ায় জানান,
‘আমি ভীষণ
খুশি। ওরা ওদের কাজটা ঠিকঠাক
করতে পেরেছে। শুরুতে আমরা
খানিকটা পিছিয়ে
ছিলাম। শেষ পর্যন্ত ২০ সেকেন্ডের ব্যবধানে জিততে পেরেছি।’
বিজয়ী দলের সদস্য
হুগো রামামবাসন বলেন, ‘শুরুতে আমি স্নায়ুচাপে ভুগছিলাম। পরে সব ঠিকঠাক মতোই
হয়েছে।’
অক্সফোর্ড দলের
কোচ জানান,
‘অনেক কিছুই আমাদের বিপক্ষে গেছে।
আসলে দিনটা
ওদের ছিল।’
দু’দলকে সমর্থন
ও উৎসাহ যোগাতে নদীপাড়
ও সেতুর
ওপরে হাজির
হয়েছিলেন কয়েক
হাজার মানুষ।
সূত্র: ডেইলি মিরর TMNews24


