![]() |
| ছবি ওমর সানী রাঙ্গাবালী |
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কোড়ালিয়া-পানপট্টি নৌরুটে স্থায়ীভাবে অনুমতি দিয়ে স্পীডবোট চালু রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার কোড়ালিয়া খেয়াঘাট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। রোববার সকাল ১০ টায় উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক লোক অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের কাছ থেকে অস্থায়ী অনুমতি নিয়ে উপজেলার কোড়ালিয়া-পানপট্টি নৌরুটে যাত্রী পারাপারের জন্য দুই সপ্তাহ আগে ব্যক্তি মালিকানাধীন স্পীডবোট চালু করা হয়। তবে সহজ যোগাযোগের জন্য নদী কেন্দ্রীক এই উপজেলায় স্থায়ীভাবে স্পীডবোট চলাচলে অনুমতি দেওয়া খুবই প্রয়োজন। তাহলে এখানকার মানুষের জেলা শহর, বিভাগী শহর ও রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
বেশি উপকার হবে বলে জানা যায় অসুস্থ রোগীদের হঠাৎ কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাঙ্গাবালীর মেডিকেল থেকে কোন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করলে দ্রুত রোগী পটুয়াখালীতে যাওয়ার জন্য কোন ব্যবস্থা নেই বলে জানা যায় সময় মানববন্ধনে আসা মানুষের মুখে একটি কথা ছিল জেলার ও পদস্থ কর্মকর্তারা মানববন্ধনের কথাগুলো গুরুত্বসহকারে দেখবেন। আরও খবর পড়ুন।
