Header Ads

পটুয়াখালী পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে।


পটুয়াখালী পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল ৯টায় ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র মোঃ নিজামুল হক, কাউন্সিলর মোঃ তারিকুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন অাকন, সৈয়দা অাকলিমুননেছা রুবী, জাহিদ সিকদার,কনজারভেন্সি সুপারভাইজার মুক্তি পদ নন্দীসহ সাংবাদিকবৃন্দ। পৌরসভায় ১২০০ লিটার টেপসি লিকুয়িড ফগার মেশিন দিয়ে বাসাবাড়ির ঝোপজার জঙ্গলে ও ড্রেন সমূহে এ টেপসি লিকুয়িড ছিটানো হবো বলে ভারপ্রাপ্ত মেয়র নিজামুল হক জানান।
Blogger দ্বারা পরিচালিত.