পটুয়াখালীতে কবিদের সংবর্ধনা
পটুয়াখালী প্রতিনিধি: অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ সালে প্রকাশিত পটুয়াখালীর দুই লেখক আনোয়ারহোসেন বাদল ও মাসুদ আলম বাবুলকে সংবর্ধনা দিয়েছে দখিনের কবিয়াল নামে পটুয়াখালীর একটি সাংস্কৃতিক সংগঠন। দখিনের কবিয়ালের সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক এ সংবর্ধনার আয়োজন করেন।
শনিবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ পটুয়াখালী শাখার সভাপতি নির্মল কুমার দাস গুপ্ত, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহদাতহোসেন নিপু, বাংলাদেশলেখক পরিষদের সভাপতি সৈয়দ মাজহুল পারভেজ এবং পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি ও সাংকৃতিক ব্যক্তি স্বপন ব্যানার্জি প্রমূখ। উক্ত সংবর্ধনায় কবিতা ও কবিদের নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি এবং আড্ডার আয়োজন করা হয়।

