![]() |
| ছবি আমতলী প্রতিনিধিঃ TMNews24 |
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ক্রেতা পালিয়ে যায় । মিন্টুর শরীর তল্লাসী করে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ । এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে । মিন্টু(৪৫) কে আমতলী থানা পুলিশ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটে সোপর্দ করেছে । আদালতের বিচারক মো. হুমায়ুন কবির মিন্টুর জামিন আেেবদন না মঞ্জুর করে বরগুনা জেল হাজতে প্রেরনের আদেশ দেন। মিন্টু আমতলী পৌরশহরের লঞ্চঘাট এলাকার খলিল মিয়ার পুত্র আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মতা ওসি শহিদ উল্যাহ বলেন মাদক বিক্রেতা মিন্টু কে আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে এদিকে এলাকাবাসী মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী আরও বলেন যে মাদকের ছড়াছড়ি আমরা এলাকায় থাকতে কষ্ট হতো।
