চাঁদাবাজি ঠেকানোর উদ্দেশ্যে পটুয়াখালী আন্তঃজেলা বাস মালিকদের সংবাদ সম্মেলন
পটুয়াখালী জেলার অভ্যন্তরীন সড়ক গুলোতে চাঁদাবাজী বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।
মঙ্গলবার পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পটুয়াখালী, বরগুনা ও বরিশাল মাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।
সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. আজিজুর রহমান শাহিন জানান, চলতি বছরের প্রথম দিকে মির্জাগঞ্জ উপজেলার কতিপয় প্রভাবশালী একটি মহল সড়ক পরিবহনের আইন অমান্য করে চাঁদাবাজীসহ বাসচালক, হেলপারসহ ষ্টাফদের মারধোর করে টাকা নিয়ে যাচ্ছে।
তারা কয়েকটি বাস কিনে নাম মাত্র মালিক সেজে বাংলাদেশ পরিবহন আইন ভঙ্গ করছে। যে কারণে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পরছে। এই চাঁদাবাজদের কারণে পটুয়াখালী,বরগুনা,বরিশাল মাস কর্তৃপক্ষ যাত্রীদের সঠিক সেবা দিতে পারছেন না। আমরা এর প্রতিকার চাই।
মির্জাগঞ্জ উপজেলার এই অশুভ চক্রের কার্যক্রম বন্ধ না হলে আমরা আগামী সাত দিনের মধ্য পটুয়াখালী আন্তঃজেলার সড়ক গুলোতে যান চলাচল বন্ধ করে দেবো। এক পর্যায়ে সংবাদ সম্মেলনে অংশ নেয়া বাস মালিকরা মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে দায়ী করেন।
মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খান মির্জাগঞ্জ উপজেলা বাস মালিককে সম্মতি দিয়েছে। এছাড়াও শ্রমিক আদালত থেকে মির্জাগঞ্জ উপজেলা বাস মালিক সমিতি রায় পেয়েছে। পটুয়াখালী বাস মালিক সমিতির পূর্বে মির্জাগঞ্জ বাস মালিক সমিতি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। মুলক তারা এই সমিতি তথা সড়ক পরিবহন ব্যবসাকে কুক্ষিগত করার অপচেষ্টা চালিয়ে আসছে।

