বরিশাল রেঞ্জের দক্ষ ৭ পুলিশ কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান
বিট পুলিশিং, কমিউনিটি পু্লিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করার জন্য বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলামকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার পুরস্কার দেওয়া হয়েছে।
এছাড়া রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন পটুয়াখালী জেলার বাউফল থানার মো. মনিরুল ইসলাম ও শ্রেষ্ঠ ডিবি অফিসার হয়েছেন ঝালকাঠি জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নি.) মো. কামরুজ্জামান মিয়া।
মঙ্গলবার বরিশাল নগরের কাশিপুরস্থ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) উত্তম কাজের জন্য তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন- বরিশালের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রাং, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ রেঞ্জের ৬ জেলার পুলিশ সুপাররা।

