জেল জুলুম নির্যাতন করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে


বরিশাল : বেগম খালেদা জিয়ার মুক্তি ও নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে অশ্বিনীকুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছে নগর বিএনপির
দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি ও নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর বিএনপি।
মঙ্গলবার বেলা ১১টা থেকে অশ্বিনীকুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করছে তারা। এখানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, জেল জুলুম নির্যাতন করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবেনা। বিএনপির কর্মীরা রাজপথে আছে। তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফিরবে না।
তিনি আরো বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচি পালন করছি। অথচ পুলিশ আমাদের ঠিকমত কর্মসূচি পালনে বাঁধা সৃষ্টি করছে। সরকারের প্রতি হুসিয়ারী উচ্চারণ করে সরোয়ার বলেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে পাতানো নির্বাচন আর করতে দেয়া হবে না। এসময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও অবাধ নিরপেক্ষ আন্দোলন বেগবান করার জন্য নেতা কর্মীদের রাজপথে থাকার আহবান করেন। পাশাপাশি আগামীকাল বুধবার বেগম জিয়ার মুক্তির জন্য রোজা রাখার জন্য নেতাকর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা দক্ষিণ বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ অন্যরা। অবস্থান কর্মসূচীতে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সকল সিনিয়র নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাঁজানো রায়ের প্রত্যাখ্যান করে বেগম জিয়ার মুক্তির দাবী জানান। বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন দিন দিন বেগবান হবে বলেও অবস্থান কর্মসূচীতে হুশিয়ারী দেন নেতারা। ৩দিনব্যাপী কেন্দ্রিয় কর্মসূচীর শেষ দিন আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন কর্মসূচী পালন করবে নেতাকর্মীরা। বিএনপি’র কর্মসূচী উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।