![]() |
জলিলুর রহমান সোহেল।পটুয়াখালী জেলা প্রতিনিধি |
পটুয়াখালী জেলাধীন গলাচিপা থানার একাধিক মামলার আসামি সন্ত্রাসী
ব্লেড সোহাগ গলাচিপা থানা পুলিশ কতৃক গ্রেফতার অবস্থায় হাতকড়া সহ-পালিয়েছে বলে স্থানীয় সুত্রে যানাযায়। সুত্রে আরো জানাযায় একাধিক মামলার আসামি ব্লেট সোহাগ গত ০৬/১২/১৭ইং তারিখ গলাচিপা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারের অফিস সহকারীর কক্ষ এবং এ,এম,এম ফারুকুজ্জামানের অফিস কক্ষের তালা ভেঙ্গে অনুমান প্রায় ৭ লক্ষ টাকার অধিক
চুরি করছেন বলে প্রাথমিক ভাবে
গলাচিপা থানা পুলিশ সন্ত্রাসী ব্লেড
সোহাগকে সন্দেহ প্রকাশ করছে বলেও
বিভিন্ন সুত্রে যানা যায়।গলাচিপা নির্বাহী অফিসার কার্যালয় চুরির পরপরই গত
২০/১২/১৭ ইং তারিখ গলাচিপা পৌরসভার..৬ নং ওয়ার্ডের প্যাদা বাড়ি নামক স্থানে সন্ত্রাসী ব্লেড সোহাগ পটুয়াখালীজেলার রাঙ্গাবালি আওয়ামী
যুবলীগের সাধারন সম্পাদক মিলন খলিফার স্ত্রী, মিতু আক্তারকে জমিজমার বিরধে স্থানীয় ভারাটে গুন্ডা হয়ে প্রকাশ্য দিবালোকে বেদরক মারধর করে
রক্তাক্ত করেন। এ ঘটনার সত্যতা প্রকাশে সরেজমিন প্রতিবেদনে ক্ষতিগ্রস্থ মিতু আক্তারের স্বামী যুবোলীগ নেতা মিলন খলিফা প্রতিবেদক'কে
জানান। সন্ত্রাসী ব্লেড সোহাগ আমার
শশুর বাড়ি গলাচিপা পৌরসভার একই
ওয়ার্ডের বাসিন্দা। আমার যানা মতে সন্ত্রাসী ব্লেড সোহাগ গলাচিপা পৌরসভা সহ-গোটা গলাচিপা উপজেলার বভিন্ন মহলের ছত্র ছায়ায় ভারটে গুন্ডা হিসাবে সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে বলেও তিনি
জানান। তিনি আরো জানান এঘটনাকে কেন্দ্র করে গলাচিপা চিপ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতে গত ২১/১২/১৭ ইং
তারিখে একটি মামলা দায়ের করেন।
যার মামলা নং- সি,আর,১০১৮। মামলা দায়েরের পরপর সন্ত্রাসী ব্লেড সোহাগ ও তার বাহিনী আমার স্ত্রী মিতু আক্তার সহ আমাকে প্রান নাশের হুমকি দিলে আমি গলাচিপা থানায় লেখিত অভিযোগ করি।আমার অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ
এস,আই, ইব্রাহিমকে সত্যতা উৎঘাটিত করার জন্য তদন্ত ভার গ্রহন করেন। এতে করে সন্ত্রাসী ব্লেড সোহাগ ক্ষিপ্ত হয়ে গত ১২/০১/১৮ ইং তারিখ দিবাগত রাত অনুমান ০৩.৩০ মিনিট সময়ে গলাচিপা পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত আমার শশুর বাড়িতে চেতনা নাশক ঔষদ প্রয়োগ করে সন্ত্রাসী ব্লেড সোহাগ ও তার বাহিনী কতৃক ডাকাতি কর্মকান্ড চালায়। আমরা সকলে স্বজ্ঞানে ফিরে আসলে, গলাচিপা থানা পুলিশকে মুঠো ফোনে জানালে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পর্যাবেক্ষন করেন এবং ওইদিন
গত ১৩/০১/১৮ ইং তারিখ গলাচিপা থানা পুলিশ সন্ত্রাসী ব্লেড সোহাগকে-১নং
আসামি করে এজাহার ভুক্ত একটি মামলা
গ্রহন করে। যার মামলা নং ১২১৮ এবং পূর্বের ন্যায় গলাচিপা থানা পুলিশ ডাকাতি মামলার তদন্ত ভার এস,আই,ইব্রাহিমকে দেয়া হয়। এরই ধারাবাহিকতা গলাচিপা থানা পুলিশ এ আসামিকে ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন বলেও এস,আই,
ইব্রাহিম মুঠোফোনে প্রতিবেদক'কে জানান। আসামি সন্ত্রাসী ব্লেড সোহাগ ও তার বাহিনীকে ধরতে গত ১৭/০১/১৮ ইং তারিখ সকাল অনুমান ১১.৩০ মিনিট সময় গলাচিপা থানার এস,আই,ইব্রাহিম
এস,আই,আনোয়ার ও এ,এস,আই তাজুল এর তিন সদস্যর একটি টিম গোপন তথ্যর ভিত্তিতে আসামি ব্লেড সোহাগ ও তার
বাহিনীকে ধরতে গলাচিপা পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত আসামির বসত বাড়িতে অভিযান চালায়।অভিযানে সফলতা আসলে আসামিকে নিয়ে
থানায় যাবার পথে গলাচিপা পুরাতন হেলিপেড এলাকা থেকে ওৎপেতে থাকা ব্লেড সোহাগ বাহিনীর সন্ত্রাসীরা কর্তব্যরত
পুলিশ অফিসারদের উপর ঝাপিয়ে পড়েলে, সন্ত্রাসী ব্লেড সোহাগ ঘটনা স্থল থেকে হাতকড়া অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে স্থানীয় সুত্র জানায়।
বর্তমানে সন্ত্রাসী ব্লেড সোহাগ ও তার
বাহিনীদের ধরতে গলাচিপা থানা
পুলিশ গোটা পুরাতন হেলিপেড রোড এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ১৮/০১/১৮ইং তারিখ দিবাগত রাত অনুমান ০৪.৩০ মিনিটের সময় আসামিকে পুনরায় ধরতে সক্ষম হয়েছেন বলেও
গলাচিপা থানা পুলিশ প্রতিবেদক'কে জানান।
