পটুয়াখালী বিজয় ও শিল্প বানিজ্য মেলা, তীব্র শীত পরায় জমে ওঠেনি এখনো
![]() |
| tmnews24 |
বিজয় ও শিল্প বানিজ্য মেলা’২০১৭ আয়োজনে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মেলাটি উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা, প্রধান মন্ত্রীর স্নেহ ধন্য বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর মোঃ খলিলুর রহমান মোহন মিয়া
।তবে মেলার দোকান গুলোতে নেই কোন ভীর, দোকান মালিকরা বলেন আরো চার পাঁচ দিনের ভিতরে জমতে পারে মেলা।তবে মেলায় নিরাপত্তার কোনো কমতি নেই।এদিকে মেলার বিনোদন নিয়ে যে কয়টি বিষয় রয়েছে নাগরদোলা,ডিজিটাল নৌকা, রেলগাড়ি, লাকিকুপন, ও সার্কাস সবাই মোটামুটি ভালো থাকিলেও সার্কাস মালিকের কন্ঠে ছিলো দুঃখের কথা।তিনি বলেন আজকে নয়, দশ দিন চলে যাচ্ছে স্টাপদের বেতন দিতে পারছিনা। কোনো রকম বেচে আছি।এ সময় তিনি জেলার সবাইকে মাঠে এসে দেশের এই বিনোদন মুলক এই খেলাটি দেখার অনুরোধ জানান।
মোঃ লোকমান মৃধা
প্রতিনিধি

