তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শেখ হাসিনা শতাংশের সমতুল্য শরিকদের কদর-মর্যাদা দিয়েই ১৪ দল-মহাজোট মহাজোটের ৯৯ শতাংশের মালিক হয়েও ১ শতাংশের সমতুল্য শরিকদের কদর-মর্যাদা দিয়েই ১৪ দল-মহাজোট গড়ে তুলেছেন, যা তার সময়োপযোগী রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার পরিচয়। সেজন্যই তিনি রাজাকার-জঙ্গি-বিএনপির কাছ থেকে ২০০৮ সালে দেশ উদ্ধার করতে সফল হন এবং এখনও সফলতার সাথে দেশ পরিচালনা করছেন। ’
বুধবার তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি তার নির্বাচনী এলাকার মিরপুর উপজেলায় ২০ হাজারেরও অধিক জনতার সমাবেশে মহাজোটের ঐক্যের গুরুত্ব ও ঐক্যবিরোধী অপপ্রয়াসের বিরুদ্ধে সতর্কবাণী তুলে ধরে যে বক্তব্য দেন, সে বিষয়েই সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরদানকালে একথা বলেন।
‘সকল শরিক দলের অতীত ইতিহাস জেনে বুঝেই প্রধানমন্ত্রী ঐক্য গড়েছেন’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ ঐক্যই জঙ্গি দমনে সাফল্য এনে দিয়েছে, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে চলছে। দুঃখের বিষয় কিছু নেতা-নেত্রী ঐক্যের শরিকদের তুচ্ছ-তাচ্ছিল্য, কটাক্ষ করেন। কিন্তু মনে রাখতে হবে খালেদা জিয়া এখনও চক্রান্ত ছাড়েননি। তাই জঙ্গি-রাজাকার-জামাতের বিরুদ্ধে ঐক্যে শামিল শরিকদের চোখের মণির মতোই আগলে রাখতে হবে, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে হবে।’
ইনু বলেন, ‘যেহেতু বিএনপি-খালেদাচক্র এখনো চক্রান্ত চালাচ্ছে, রাজাকার-জঙ্গি ত্যাগ করেনি, তাই বিপদ এখনো কাটেনি। সেজন্যই মহাজোটের এই ঐক্য ক্ষতিগ্রস্থ হলে বাংলাদেশ রক্তাক্ত আফগানিস্তানে পরিণত হবে।’
স্বাধীনতা অর্জনকে কঠিন এবং স্বাধীনতা অক্ষুণœ রাখাকে আরো কঠিন বর্ণনা করে ইনু বলেন, ‘ঠিক তেমনই জঙ্গিদমন একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু দেশকে জঙ্গিমুক্ত রাখা আরো বড় চ্যালেঞ্জ। বাংলাদেশকে স্থায়ীভাবে জঙ্গিমুক্ত নিরাপদ রাখতে প্রয়োজনে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে হাজার বছরের জন্য ঐক্য করতে হবে।’
|
৭১সংবাদ ডট কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
